New Update
/anm-bengali/media/media_files/UU6FFFMFiA507DG6pxPN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে বিধানসভা ভোট (Karnataka Elections)চলাকালীন ফের এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল। সকল ভোটারদের চোখ এক মহিলার ওপরেই আজ বুধবার আটকে যায়। জানা গিয়েছে, চিকমাঙ্গালুরুর ১৬৫ নম্বর বুথে ভোট দেন এক নববধূ। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, কর্ণাটকের ২২৪টি আসনে ভোট গ্রহণ চলছে আজ বুধবার সকাল থেকে। নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রগুলির বাইরে বিশাল নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
#KarnatakaElections | A bride casts her vote at polling booth number 165 in Chikkamagaluru. pic.twitter.com/nwmd6SzVoW
— ANI (@ANI) May 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us