নিজস্ব সংবাদদাতা: ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ তৎকালীন জনসমাজে ব্যাপক প্রভাব ফেলে। ভারত ও পাকিস্তানের এই যুদ্ধে দুই দেশের শতশত সৈন্য প্রাণ হারিয়েছিলেন।
/anm-bengali/media/post_attachments/iSH3WVZNFo22665UhTUq.jpg)
তবে জানেন কি এই যুদ্ধে ভারতের তরফে নেতৃত্ব দিয়েছিলেন কে? এই যুদ্ধে ভারতের তরফে নেতৃত্ব দেন তৎকালীন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বেদ প্রকাশ মালিক। এই যুদ্ধে ভারতের ৫০০ এর অধিক সেনা প্রাণ হারান।