New Update
/anm-bengali/media/media_files/YGS1PPBihJUXrYwFMd7e.jpg)
নিজস্ব সংবাদদাতা : একদিকে আইনজীবী, আরেক দিকে লড়াকু নেত্রী। তবে দীপাবলির মরশুমে কালী পুজোয় ব্যস্ত প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সপরিবারে অংশগ্রহণ করলেন পুজোয়। কালী মূর্তির সঙ্গে সাযুজ্য রেখে পরনে নীল শাড়ি, মুখে হাসি, মেয়েদের সঙ্গে পোজ দিলেন বিজেপি নেত্রী। সঙ্গে ছিলেন স্বামী। তবে, প্রিয়াঙ্কার পরনেই কেবল নীল ছিল। বাকিদের পোশাকে ছিল বসন্তের ছোয়া। হলুদ পাঞ্জাবি ছিল স্বামীর পরণে, মেয়েদের পরনেও হলুদ জামা। সব মিলিয়ে সেলিব্রেশন মোডে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এক্স হ্যান্ডেলে পুজোর কয়েক ঝলক শেয়ার করে জানিয়েছেন দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা।
Wishing all a very Happy Dewali and Kali pooja pic.twitter.com/VsfuqLUkmO
— Priyanka Tibrewal (@impriyankabjp) November 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us