সাত সকালে দেশবাসীকে বড় চমক প্রধানমন্ত্রী মোদীর

আজ সারা দেশে পালিত হচ্ছে ধনতেরাস উৎসব। কিংবদন্তি অনুসারে, এই দিনে ভগবান ধন্বন্তরি সমুদ্র মন্থনের সময় অমৃত কলশ নিয়ে আবির্ভূত হন।

author-image
SWETA MITRA
New Update
modi hamas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ ধনতেরাস (Dhanteras)। আর এই ধনতেরাসউপলক্ষেগোটা দেশবাসীকেশুভেচ্ছাজানিয়ে বড় চমক দিলেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী (Narendra Modi)।আজ শুক্রবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির প্রতীক ধনতেরাসে দেশের আমার পরিবারের সকল সদস্যকে অনেক অনেক অভিনন্দন। ভগবান ধন্বন্তরির অনুগ্রহে আমি কামনা করি আপনারা সবাই সর্বদা সুস্থ, সমৃদ্ধ ও সুখী থাকুন, যাতে উন্নত ভারতের সংকল্প নতুন শক্তি পেতে থাকে।‘