কবে রথযাত্রা? জেনে নিন দিনক্ষণ

পুরীর জগন্নাথ মন্দিরে রথের রশ্মিতে টান দেওয়া পুন্যার্জন বলে মনে করেন ভক্তরা।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : জগন্নাথ দেবের স্নানযাত্রা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার পালা রথযাত্রার। প্রতিবছরই জগন্নাথ দেবের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দিনটির জন্য।  পুরীর জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান দেওয়া পুন্যার্জন বলে মনে করেন ভক্তরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রথের প্রস্তুতি। ২০২৩ সালে ২০ জুন পালিত হবে রথযাত্রা। রথে চড়ে মাসির বাড়ি তথা গুন্ডিচ মন্দিরে যাবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা আয়োজিত হয়।