New Update
/anm-bengali/media/media_files/h8bzT67cFjkoZ5eHWXIE.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : রথযাত্রা নিয়ে নানান কাহিনী প্রচলিত। তার মধ্যে একটি হল কৃষ্ণের জন্য কংস মামার রথ পাঠানোর কাহিনী। কথিত রয়েছে, কংস কৃষ্ণকে মথুরায় ডেকেছিলেন একসময়। সেই সময় গোকুলে সারথ-সহ রথ পাঠান কংস। মামার ডাকে দাদা ও বোনের সঙ্গে রথে চড়ে মথুরায় যাত্রা করেন কৃষ্ণ। সেখান থেকেই রথযাত্রার সূচনা বলে মনে করা হয়। আবার, কংসবধের পর কৃষ্ণ বলরামের সঙ্গে প্রজাদের দর্শন দেওয়ার জন্য মথুরায় রথযাত্রা করেন বলেও মনে করেন অনেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us