রথযাত্রার নেপথ্যে বোন সুভদ্রার আবদার মেটানোর কাহিনী!

রথযাত্রায় রথে চড়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রা তিন ভাই বোন মাসির বাড়ি যান সকলেই জানে। কিন্তু যাত্রার নেপথ্যে লুকিয়ে কোন কারণ, তা জানা আছে কি?

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রথযাত্রায় রথে চড়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রা তিন ভাই বোন মাসির বাড়ি যান সকলেই জানে। কিন্তু যাত্রার নেপথ্যে লুকিয়ে কোন কারণ, তা জানা আছে কি? পুরাণে রথযাত্রা সম্পর্কিত নানান কাহিনী রয়েছে। সেরকমই এক কাহিনী অনুযায়ী, কৃষ্ণের বোন সুভদ্রা বাপের বাড়ি এলে তিনি দুই দাদার কাছে নগর ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন। তখন কৃষ্ণ ও বলরাম সুভদ্রার সঙ্গে রথে করে ঘুরতে বের হন।আর সেই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। তবে, মাসির বাড়িতেও কিন্তু বিনা নিমন্ত্রণে যান না তারা। মাসি তিন ভাই-বোনকেই বাড়ি আসার আমন্ত্রণ জানান। তার পরই রথযাত্রা করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ১০ দিনের জন্য মাসির বাড়ি ঘুরতে যান।