/anm-bengali/media/media_files/t7aVLGQldLO6bAcgUud1.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃবিশ্বকাপ শেষ হতেই মাতামাতি শুরু হয়ে গিয়েছে আইপিএল নিয়ে। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে আইপিএল। ক্রিকেটের কোটিপতি লিগ নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনার শেষ নেই। ইতিমধ্যে আইপিএলেরে নিলামের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার দুবাইতে বসবে মিনি নিলামের আসর। জানা গিয়েছে, আগামী ১৯ শে ডিসেম্বর দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। ভারতীয় সময় দুপুর ২.৩০ টেয় শুরু হবে নিলাম। দ্বিতীয় বারের মতো দেশের বাইরে নিলাম হতে চলেছে। ইতিমধ্যেই নিলামের জন্য নাম রেজিস্টার করেছে ৩৩৩ জন তারকা। এই ৩৩৩ জন তারকার ভাগ্য নির্ধারণ হবে নিলাম ঘরে।৩৩৩ জনের মধ্যে ২১৪ ভারতীয়। বাকি ১১৯ জন বিদেশি। এই ১১৯ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে ২ জন আইসিসি সহযোগী দেশের। ৩৩৩ জনের মধ্যে ১১৬ জন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার। বাকি ২১৫ জন নতুন মুখ।আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তাঁদের।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us