কলকাতা থেকে সরে গেল KKR ম্যাচ

নিরাপত্তার কারণে হল ম্যাচের ভেন্যু বদল।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
kkr

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সম্ভবনা ছিল আগেই! এবার তা বাস্তবায়িত হল! ইডেন থেকে সরে গেল নাইট রাইডার্স (Knight Riders) বনাম লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ম্যাচ। ৬ এপ্রিল ইডেনে হওয়ার কথা ছিল এই ম্যাচ। নিরাপত্তার কারণে তা সরে যায় গুয়াহাটিতে। 

এদিন পড়েছে রামনবমী। কলকাতা পুলিশ সূত্রে খবর, ৬ এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। এর পর সিএবির পক্ষ থেকে পাল্টা কলকাতা পুলিশকে চিঠি লেখা হয় বিষয়টা বিবেচনা করার জন্য। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিল বোর্ড। ম্যাচের দিন বদল না হয়ে হল ভেন্যু বদল। কলকাতার বদলে ম্যাচটা হবে গুয়াহাটিতে।

ipl