আইপিএল ২০২৫! বাকি খেলার নতুন সূচি— কবে, কখন, কার খেলা? দেখে নিন এক ক্লিকে

IPL 2025 আবার ফিরছে মাঠে। BCCI জানাল নতুন সূচি, ১৭ মে থেকে শুরু ম্যাচ, ফাইনাল ৩ জুন।

author-image
Debapriya Sarkar
New Update
ipl

নিজস্ব সংবাদদাতা : আইপিএল ২০২৫-এর বাকি অংশের নতুন সূচি প্রকাশ করল BCCI। জানানো হয়েছে, ১৭ মে থেকে আবার শুরু হবে ম্যাচ। মোট ১৭টি খেলা হবে দেশের ৬টি ভেন্যুতে। বোর্ডের তরফে জানানো হয়েছে, সব ম্যাচের শেষে ৩ জুন অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। তার আগে থাকবে প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইগুলো। নিম্নে আইপিএলের বাকি অংশের খেলার নতুন তালিকাটি দেখে নিন- 

Ipl