‘জিরো টলারেন্স’— ট্রাম্প নীতির শিকার শত শত পরিবার ফের বিচ্ছেদের মুখে

‘জিরো টলারেন্স’ নীতিতে বিচ্ছিন্ন হওয়া বাবা-মা ও সন্তানদের জন্য আইনি সুরক্ষা শেষের পথে। মানবিক বিপর্যয়ের আশঙ্কায় কড়া বার্তা আইনজীবীদের।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : ট্রাম্প সরকার প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে 'জিরো টলারেন্স' নামের এক কঠোর নীতি চালু করে, যার কারণে বহু মা-বাবা আর তাঁদের ছোট ছোট সন্তানদের আমেরিকার সীমান্তে জোর করে আলাদা করে দেওয়া হয়েছিল। পরে ২০২৩ সালে এক আইনি চুক্তির মাধ্যমে সেই পরিবারগুলিকে আবার একত্র করা হয়, আর তাদের কিছু সুরক্ষাও দেওয়া হয়।

Trump

কিন্তু এখন সেই পরিবারগুলির ভবিষ্যৎ আবার অনিশ্চয়তার মুখে পড়েছে। আইনজীবীরা বলছেন, এই পরিবারগুলোর জন্য যে আইনি সাহায্য পাওয়া যাচ্ছিল, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আর তার ফলে তারা আবার বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন।

এই পরিস্থিতিতে পরিবারগুলির হয়ে কাজ করা আইনজীবীরা আমেরিকার সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে তারা এই পরিবারগুলোকে স্থায়ী সুরক্ষা দেয়। নাহলে আবারও বহু শিশু মা-বাবা থেকে আলাদা হয়ে যাবে, আর এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।

এই ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলিও। তাদের মতে, ২০২৩ সালের যেটুকু সুবিচার মিলেছিল, তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে যদি এই পরিবারগুলো আবার আলাদা হয়ে যায়।