BREAKING: রাশিয়ার যুদ্ধবিরতি প্রস্তাব আসলে মূর্খতা ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন জেলেনস্কি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়ার '২-৩ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে' সরাসরি “রাশিয়ার মূর্খতা” বলে খারিজ করলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, “যুদ্ধবিরতি মানে যুদ্ধের মাঝে কোনও সাময়িক বিরতি নয়।” এরপর তিনি আরও বলেন, ''প্রকৃত ও শর্তহীন যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ প্রয়োজন। এর পাশাপাশি, বন্দি ও সাধারণ নাগরিকদের প্রত্যাবর্তনের বিষয়েও দ্রুত অগ্রগতি ভীষণ জরুরি।''

Zelensky