/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: হাঙ্গেরির সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “হাঙ্গেরিয়ার কর্মকর্তারা আবারও কালোকে সাদা দেখানোর চেষ্টা করছে এবং যুদ্ধের দায় ইউক্রেনের ওপর চাপানোর চেষ্টা করছে।” জেলেনস্কি তাঁর বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছেন, সকল প্রাসঙ্গিক তথ্য স্পষ্টভাবে তুলে ধরতে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানাতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার ফলে ইউক্রেন ও হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চাপ তৈরি হতে পারে। এছাড়া, যুদ্ধকালীন অবস্থায় আন্তর্জাতিক মহলে তথ্য ও দায়িত্বের স্পষ্টতা বজায় রাখার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে।
⚡️“Hungarian officials are once again trying to portray black as white and shift the blame for the war onto Ukraine,” — Zelensky reacted to Hungary’s decision.
— BLYSKAVKA (@blyskavka_ua) August 28, 2025
The President instructed Ukraine’s Foreign Ministry to clarify all the facts and respond accordingly.
👉Follow…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us