খেরসনে শিশু হাসপাতালে ভয়াবহ রুশ হামলা ! আহত ৯

কি অভিযোগ করলেন জেলেনস্কি ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে আজ বুধবার সকালে রুশ সেনাবাহিনী খেরসন (Kherson) শহরের একটি শিশু হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে। এই হামলায় ওই হাসপাতালটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন।

 খেরসনে শিশু হাসপাতালে রুশ হামলা: আহত ৯, নিহতদের মধ্যে ৪ শিশু—জেলেনস্কি
কিয়েভ, অক্টোবর ২০২৫: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে বুধবার সকালে রুশ সেনাবাহিনী খেরসন (Kherson) শহরের একটি শিশু হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে। এই হামলায় হাসপাতালটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন।

Putin

জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় মোট ৯ জন আহত হয়েছেন। এই আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ৮ বছর। হামলায় হাসপাতালটির ব্যাপক ক্ষতি হয়েছে।

 প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর বার্তায় আরও লেখেন যে এই হামলার সময় হাসপাতালে প্রায় একশো জন মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেন, "এই ধরনের প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে রাশিয়া ন্যূনতম লজ্জিতও নয়।"