ছক কষেই পোল্যান্ডে হামলা চালিয়েছেন পুতিন ! গুরুতর অভিযোগ করলেন জেলেনস্কি

কি মন্তব্য করলেন জেলেনস্কি ?

author-image
Debjit Biswas
New Update
Zelenskyy Putin

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ন্যাটো (NATO) অন্তর্ভুক্ত দেশ পোল্যান্ডে একটি বড়মাপের ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন,"পোল্যান্ডে এই ড্রোনগুলি ভুল করে ঢুকে পড়েনি। পুতিন যথেষ্ট ছক কষেই এই পদক্ষেপ নিয়েছেন।'' তার এই মন্তব্যের পর এই বিষয়কে কেন্দ্র করে আরও উত্তেজনা বেড়েছে। যদিও এই ঘটনার পর পোল্যান্ড এবং ন্যাটোর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

Putin