বেলারুশকে কাজে লাগিয়ে ইউক্রেনের ওপর চাপ বাড়াচ্ছেন পুতিন ! সতর্ক জেলেনস্কি

কি জানালেন জেলেনস্কি ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : বেলারুশের ভূখণ্ডকে ব্যবহার করে রাশিয় আরও বেশকিছু সামরিক কার্যকলাপ পরিচালনার গোপন পরিকল্পনা করছে। আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে এমনই তথ্য দিলেন ইউক্রেনের বিদেশি গোয়েন্দা প্রধান। জেলেনস্কি এই সংবেদনশীল তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন যে, এই মুহূর্তে তাঁরা এই পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করবেন না।

zelenskyy

এই বিষয়ে জেলেনস্কি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন: "এই পর্যায়ে আমরা কোনও তথ্যই জনসমক্ষে প্রকাশ করব না। তবে এই পরিকল্পনার ফলে যারা যারা হুমকির সম্মুখীন হতে পারে, সেই সহযোগী দেশগুলিকে আমরা সতর্ক করব।"