New Update
/anm-bengali/media/media_files/2024/11/28/dqSJbAecpzs0mC3S59w4.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ইউক্রেনের একজন অভিজ্ঞ কূটনীতিক মাইকোলা টোচিতস্কি-কে ইউরোপ কাউন্সিলে ইউক্রেনের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইট থেকে এই নিয়োগ সংক্রান্ত ডিক্রি প্রকাশ করা হয়েছে। টোচিতস্কি এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে কাজ করেছেন। উল্লেখ্য, এর আগেও ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ইউরোপ কাউন্সিলে ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/25/9OCGOtj2tdZA8fBPpx9t.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us