/anm-bengali/media/media_files/2kew4CvWlCcsHlGmeGx1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ডিনিপ্রো শহরের একটি মেডিকেল ক্লিনিকে হামলার ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। জেলেনস্কি বলেন, 'রুশ সন্ত্রাসীরা আবারও মানবিক ও সৎ সবকিছুর বিরুদ্ধে তাদের যোদ্ধার অবস্থান নিশ্চিত করেছে।'
তিনি আরও বলেন, 'গোলাবর্ষণের পর তা নির্মূল করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা হচ্ছে। প্রয়োজনীয় সব সেবা দেওয়া হচ্ছে।'
এর আগে আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি লিসাক বলেন, 'রুশ বাহিনী একটি চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে। হতাহতের ঘটনা ঘটেছে।'