মাত্র ৩ দিনে ৯০০ ড্রোন! পুতিন থামার নাম নিচ্ছেন না, বিস্ফোরক জেলেনস্কি

মাত্র তিন দিনে ইউক্রেনের ওপর ৯০০ ড্রোন ও একাধিক মিসাইল হামলা—পুতিন শান্তি নয়, নতুন যুদ্ধেই ঝাঁপাচ্ছেন বলে অভিযোগ করলেন জেলেনস্কি।

author-image
Debapriya Sarkar
New Update
Zelensky

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত তিন দিনেই রাশিয়া ইউক্রেনের ওপর ৯০০-রও বেশি ড্রোন ছুড়েছে। সঙ্গে নিক্ষেপ করা হয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলও। তাঁর কথায়, “এই হামলাগুলোর পেছনে কোনও সামরিক যুক্তি নেই। পুতিন যুদ্ধ থামাতে চান না।” বরং তাঁর দাবি, রাশিয়া আরও বড় offensives-এর প্রস্তুতি নিচ্ছে—শান্তি বা কূটনীতির পথে যাওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।

Ukraine