জর্জিয়ার স্বাধীনতা দিবসে জেলেনস্কির স্পষ্ট বার্তা: আমাদের সংগ্রাম একসঙ্গে

জর্জিয়ার স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট জেলেনস্কি জানালেন শুভেচ্ছা। বললেন, ইউক্রেন সবসময় জর্জিয়ার পাশে আছে এবং থাকবে—স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের স্বপ্নে একসঙ্গে পথচলা।

author-image
Debapriya Sarkar
New Update
Ukraine

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জর্জিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক আবেগঘন বার্তায় তিনি বলেন, "আমি জর্জিয়ার মানুষকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই এবং আন্তরিকভাবে কামনা করি, জর্জিয়া যেন সবসময় শক্তিশালী ও সুখী থাকে।"

Zelensky

জেলেনস্কি মনে করিয়ে দেন, ২০০৮ সালে রাশিয়ার আগ্রাসনের সময় ইউক্রেন জর্জিয়ার সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সমর্থন করেছিল। তিনি বলেন, ইউক্রেন ও জর্জিয়া সবসময় একসঙ্গে থাকবে—একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের লক্ষ্যে, যা ইউরোপের সব জনগণের জন্য অপরিহার্য। শেষে তিনি বলেন, "স্বাধীন জর্জিয়া চিরজীবী হোক! গৌরব হোক ইউক্রেনের!"