/anm-bengali/media/media_files/2025/03/21/88v5QmfrE7npPMRS24OW.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন রাশিয়ার ব্যাংক ও শক্তি খাতের ওপর। সোমবার তিনি সাংবাদিকদের জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইবার ফোনে কথা বলেছেন—একবার ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপের আগে, আরেকবার পর।
/anm-bengali/media/media_files/2025/03/09/YPajXx8bTGuZa8w2IxtO.jpg)
ট্রাম্প-পুতিন আলাপের পরে ইউরোপীয় নেতারা মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তবে জেলেনস্কির মতে, যুক্তরাষ্ট্রকে আরও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাপ দেওয়া দরকার।
পরবর্তী শান্তি আলোচনা কোথায় হবে, সে বিষয়ে কথাবার্তা চলছে। প্রথমে যুদ্ধবিরতির জন্য আলোচনার পরিকল্পনা রয়েছে। তুরস্ক, সুইজারল্যান্ড ও ভ্যাটিকান সম্ভাব্য স্থান হিসেবে উঠে এসেছে।
/anm-bengali/media/media_files/2025/03/15/Vdo93IQrCnIxLFB8TTae.jpg)
গত সপ্তাহে ইস্তাম্বুলে দুপক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছিল, কিন্তু জেলেনস্কি পুতিনকে কঠোরভাবে সমালোচনা করেছেন কারণ তিনি “কোনো বাস্তব সিদ্ধান্তগ্রহণকারী পাঠাননি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us