New Update
/anm-bengali/media/media_files/2025/05/27/1000211677-929427.webp)
নিজস্ব সংবাদদাতা : লিভারপুলে ফুটবল প্যারেড চলাকালীন ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় কেঁপে উঠেছে গোটা ব্রিটেন। ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। একে তিনি বর্ণনা করেছেন “ভয়াবহ ও মর্মান্তিক দৃশ্য” হিসেবে।
/anm-bengali/media/media_files/2025/05/27/1000211678-164454.webp)
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অনুযায়ী, “লিভারপুলে এই সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা সত্যিই ভয়ংকর ও হৃদয়বিদায়ক। পুলিশ এবং জরুরি পরিষেবা কর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। এই কঠিন সময়ে আহত ও প্রভাবিত সকলের প্রতি আমার সহানুভূতি রইল।”তিনি আরও জানান, “ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে এবং আমি নিয়মিত আপডেট পাচ্ছি।”সরকারি তরফে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us