/anm-bengali/media/media_files/2025/08/19/zelenskyy-putin-2025-08-19-23-34-55.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন নিয়ে সম্ভাব্য শান্তি আলোচনার আভাসের মধ্যেই নতুন শর্ত জানাল রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ে যেকোনো চুক্তিতেই রাশিয়ার নিজস্ব নিরাপত্তা ও ইউক্রেনে বসবাসরত রুশ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন কিয়েভের মিত্র দেশগুলো সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে বৈঠক করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের সম্ভাবনার কথা উঠে এসেছে।
/anm-bengali/media/post_attachments/36ee656a-22d.png)
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার ক্ষেত্র তৈরি হলেও সেটি শুধু তখনই কার্যকর হবে, যখন মস্কোর নিরাপত্তা স্বার্থ ও ইউক্রেনে রুশভাষী জনগণের সুরক্ষা যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হবে।
আন্তর্জাতিক মহল মনে করছে, এই অবস্থান রাশিয়ার কড়া কূটনৈতিক বার্তা—যে মস্কোর উদ্বেগ উপেক্ষা করে কোনো আলোচনাই টেকসই হবে না।
#UPDATE Russia said on Tuesday that any deal on Ukraine must ensure its own security and that of Russians in Ukraine, as Kyiv's allies met to discuss possible peace talks after suggestions that Volodymyr Zelensky could sit down with Vladimir Putin ➡️ https://t.co/R9YVLyfHJypic.twitter.com/kgVYqx48wp
— AFP News Agency (@AFP) August 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us