New Update
/anm-bengali/media/media_files/C6IQlwI6PcUPZGo3O6qk.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠী দ্বারা পরিচালিত একটি ড্রোন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। এই হামলার ফলে ওই বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন,''ড্রোনটি ইয়েমেন থেকে উড়ে এসে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি সংবেদনশীল এলাকার কাছে আঘাত হানে। যদিও এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিমান চলাচল স্থগিত করা হয়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/07/pYLo2txPnxYcdcALUr0G.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us