/anm-bengali/media/media_files/2025/07/30/screenshot-2025-07-30-27-am-2025-07-30-01-22-48.png)
নিজস্ব সংবাদদাতা: বেইজিং শহরের কেন্দ্র থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত তাইশিতুন শহরে প্রবল বর্ষণের জেরে সৃষ্টি হয়েছে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা। পানিতে ডুবে যাওয়া রাস্তায় ক্লান্ত ও বিপর্যস্ত স্থানীয় বাসিন্দারা নিজেদের সামান্য জিনিসপত্র উদ্ধার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। ৫২ বছর বয়সি বাসিন্দা প্যাং (যিনি কেবল নিজের পদবী জানিয়েছেন) বলেন, "এই ধরনের বন্যা একশো বছরে একবারই দেখা যায়।"
বন্যার জেরে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও রাস্তাঘাট সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। জরুরি উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টার নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার আরও অবনতি হলে পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে। সরকারের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে ও উঁচু জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/1c3188a4-ba1.png)
In flooded streets in the town of Taishitun, 100 kilometres northeast of Beijing's bustling city centre, weary locals worked desperately to retrieve what belongings they could find. "It's the kind of flood seen once in a hundred years," Pang, a 52-year-old who gave only his… pic.twitter.com/UWfIkKyZ1c
— AFP News Agency (@AFP) July 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us