BREAKING: জার্মানির কোলন শহরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনটি বোমা ! দ্রুত শহর খালি করলো প্রশাসন

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: গত সোমবার জার্মানির কোলন শহরে রাস্তার নির্মাণ কাজের প্রস্তুতি চলাকালীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তিনটি বোমা উদ্ধার করা হয়। আর এরপরেই তোলপাড় হয়ে ওঠে জার্মানির কোলন শহর। দ্রুত ও জরুরি ভিত্তিতে শহরের কেন্দ্র থেকে ২০,০০০-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, যা যুদ্ধ পরবর্তী সময়কালে এই শহরটির সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান হিসেবে গণ্য করা হচ্ছে। এরপর গত বুধবার এই তিনটি মার্কিন বোমা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। এই বিষয়ে শহর প্রশাসন জানিয়েছে, ''বিশেষজ্ঞ দল মাত্র এক ঘণ্টার মধ্যেই তিনটি বোমা নিষ্ক্রিয় করে ফেলে।'' উল্লেখ্য, জার্মানিতে দীর্ঘ ৮০ বছর পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা মাঝে মাঝেই উদ্ধার হয়। যার ফলে বিপুল সংখ্যক লোকজনকে দ্রুত স্থানান্তর করা একান্তই জরুরি হয়ে পড়ে। কোলনের এই ঘটনার মাধ্যমে আবারও সেই বিপদের স্মৃতি আরও একবার ফিরে এল।

dead missile