ইউক্রেনকে ভূমি ছাড় দিতে রাজি হয়েছেন পুতিন ! ফের বড় দাবি করলেন উইটকফ

কি বললেন উইটকফ ?

author-image
Debjit Biswas
New Update
putin trump

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের "ভূমি বিনিময়" সংক্রান্ত বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছু ছাড় দিতে সম্মত হয়েছেন,আজ এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে পুতিন এই বিষয়ে ছাড় দিতে সম্মত হয়েছেন।

donald trump

উইটকফ বলেন, "রাশিয়ানরা পাঁচটি অঞ্চলের ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে। আশা করি আমরা দ্রুতই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব।" তিনি আরও বলেন, "মূল বিষয় হল, আমরা এটা দেখতে পাচ্ছি যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে রাশিয়ানদের চিন্তাভাবনায় কিছুটা সংযম এসেছে।"