/anm-bengali/media/media_files/x1wgILi5TI4RTogYf8uM.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: দাবানলে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াই। রাজ্যের গভর্নর জানিয়েছেন, হাওয়াইয়ের একটি শহরের মধ্য দিয়ে যে দাবানল ছড়িয়ে পড়েছে তাতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গত ১০ অগস্ট মাউই দ্বীপে দাবানল দেখা যায়। যার প্রভাব বিস্তার হয় লাহাইনায় পর্যন্ত।
বিশেষজ্ঞদের কথায়, এটি শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর দাবানল যা ঐতিহাসিক হাওয়াই শহরকে পুড়ে ছাই করে ফেলেছে এবং ধ্বংসস্তূপে পরিণত করেছে। এতে কমপক্ষে ৫৩ জন প্রাণ হারিয়েছেন।
এমনকি হোয়াইট হাউসের পক্ষ থেকেও জো বাইডেন হাওয়াইকে একটি 'প্রধান' বিপর্যয় হিসেবে ঘোষণা করেছেন এবং সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
VIDEO: Aerial shots from August 10 show the devastation in Lahaina after wildfires tore through the island of Maui.
— AFP News Agency (@AFP) August 11, 2023
A terrifying wildfire that scorched a historic Hawaiian town and left it in charred ruins has killed at least 53 people: https://t.co/Z5YRiWriDBpic.twitter.com/wv1Za32gZ2
এই প্রসঙ্গেই জশ গ্রিন জানিয়েছেন, "আমাদের হাজার হাজার লোকের বাসস্থান করতে হবে। যার জন্যে ইতিমধ্যেই হোটেল, রেস্তোঁরা সব ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us