BREAKING : কেন রাতারাতি জাতীয় সুরক্ষা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হল আসিম মালিক-কে ? জানুন কাসল কারণ

কেন আসিম মালিক-কে দেওয়া হল জাতীয় সুরক্ষা উপদেষ্টার গুরুদায়িত্ব ? জানুন আসল কারণ।

author-image
Debjit Biswas
New Update
ASIM MALIK

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁও হামলার পর ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে পাকিস্তান। আর এরমধ্যেই পাকিস্তানের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এক বিরাট রদবদল করা হয়। পাকিস্তানের আইএসআই (ISI) প্রধান জেনারেল আসিম মালিক-কে, রাতারাতি জাতীয় সুরক্ষা উপদেষ্টা (NSA) হিসেবে নিযুক্ত করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। এই রদবদলের ক্ষেত্রেও পাকিস্তান কিছুটা ভারতের সুরক্ষা ব্যবস্থাকেই নকল করার চেষ্টা করেছে। কিন্তু কেন হঠাৎ করে জেনেরাল আসিম মালিক-কে এই যুগ্ম দায়িত্ব দেওয়া হল। জানুন আসল কারণ -

১. আসিম মালিক এর আগেও ওয়াজিরিস্তান এবং বালোচিস্তানে মিলিটারি এক্টিভিটির দায়িত্ব সামলেছেন। 


২. তিনি ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতেও চিফ ইন্সট্রাক্টরের দায়িত্ব পালন করেছেন। তাই ওনার সামরিক দক্ষতা প্রশ্নাতীত। 


৩. এছাড়াও তিনি লন্ডনের রয়েল কলেজ অফ ডিফেন্স স্টাডিস থেকে পড়াশোনা করেছেন, তাই ওনার ইন্টারন্যাশনাল ডিফেন্স এবং কূটনীতি নিয়েও যথেষ্ট পোক্ত ধারণা রয়েছে। 

ASIM MALIK

মূলত জাতীয় সুরক্ষা উপদেষ্টা (NSA) হিসেবে নিযুক্ত হওয়ার পরেই আসিম মালিক আফগানিস্তান বর্ডারের সুরক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করার চেষ্টা করবেন এছাড়াও ক্রস বর্ডার কাউন্টার টেরোরিজম-এর ক্ষেত্রেও শক্ত ভূমিকা নিতে দেখা যাবে তাকে। তাই একথা খুব স্পষ্ট ভাবেই বলা যেতে পারে যে পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে খুব শীঘ্রই খুব কঠিন অগ্নিপরীক্ষার মধ্যে পড়তে চলেছেন জেনারেল আসিম মালিক।