১৪০ কোটি মানুষের দেশ, অথচ আমেরিকা থেকে ভুট্টা কেনে না ! ফের ভারতকে তোপ দাগলেন মার্কিন বাণিজ্য সচিব

কি বললেন মার্কিন বাণিজ্য সচিব ?

author-image
Debjit Biswas
New Update
h

নিজস্ব সংবাদদাতা : আমেরিকার কাছ থেকে ভুট্টা কেনে না কেন ভারত ? এবার এই বিষয়কে কেন্দ্র করেই ভারতকে ফের একবার তোপ দাগলেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন,''ভারত ১৪০ কোটি মানুষের দেশ হিসেবে গর্ব করে। তাহলে কেন সেই ১৪০ কোটি মানুষ আমাদের কাছ থেকে এক কণা ভুট্টাও কিনতে পারবে না ? এটা কি আপনার খারাপ লাগে না যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কেনে না ? অপরদিকে তারা সবকিছুর ওপর শুল্ক চাপিয়ে রেখেছে।"

donald trump

তিনি আরও বলেন যে,''ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভীষণ একপেশে, যেখানে ভারত যুক্তরাষ্ট্রের কাছে পণ্য বিক্রি করে এবং সমস্ত সুবিধা নেয়, কিন্তু তাদের নিজেদের বাজার যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ করে রাখে।''