BREAKING: পাকিস্তানের মুখে ফের চুনকালি ! পাকিস্তান সফরে যাচ্ছেন না ট্রাম্প,ঘোষণা করলো হোয়াইট হাউস

কি ঘোষণা করলো হোয়াইট হাউস ?

author-image
Debjit Biswas
New Update
Donald Trump

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পাকিস্তানের বেশকিছু সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছিল যে আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তান সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাকিস্তানের এই দাবির যে কোনও সারবত্তা নেই আজ সেই কথাই ফের একবার স্পষ্ট করে দিল আমেরিকা। ফের একবার বিশ্বের দরবারে নিজের মুখেই চুনকালি লাগালো পাকিস্তান। গত কয়েকদিনে পাকিস্তানের একাধিক টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে দাবি করা হয় যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই ইসলামাবাদ সফরে আসছেন। সেই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে তৈরি হয় তীব্র জল্পনা। কিন্তু এরপর হোয়াইট হাউসের তরফ থেকে দাবি করা হয় যে,''পাকিস্তান সফরের কোনও পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের বর্তমানে নেই। সম্প্রতি এমন কোনও প্রেসিডেনশিয়াল ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট ঘোষিত বা নিশ্চিত করা হয়নি।” হোয়াইট হাউসের এই দাবির পর তীব্র অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। 

white house.jpg