/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ওয়েস্ট ব্যাঙ্কে, ইসরায়েলি সেনাবাহিনীর ওপর হামলার অভিযোগে,সেখানকার ৬ জন বসতি স্থাপনকারীকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী (IDF)। এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী (IDF) জানিয়েছে,''কিছুদিন আগেই ওয়েস্ট ব্যাঙ্কের কফর মালিক গ্রামের কাছে, একটি বন্ধ সামরিক এলাকায় এই ঘটনায় জড়িত সকল বসতি স্থাপনকারীদের গাড়ি দেখা যায়। কয়েকদিন আগে ওই গ্রামে বসতি স্থাপনকারীরা বেশ কিছুজনের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়, যাতে তিনজন নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/30/1000135213.jpg)
আজ ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছালে, এই বসতি স্থাপনকারীরা তাদের ওপর শারীরিক ও মৌখিক হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী (IDF) জানিয়েছে,''হামলাকারীরা নিরাপত্তাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং তাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে।'' এরপর এই ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us