আট মাসে আটটি যুদ্ধ মিটিয়েছি,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমিই থামাবো ! ফের যুদ্ধ থামানোর ক্রেডিট নিলেন ডোনাল্ড ট্রাম্প

বারংবার যুদ্ধ থামানোর ক্রেডিট নিচ্ছেন ট্রাম্প।

author-image
Debjit Biswas
New Update
trump

নিজস্ব সংবাদদাতা : আট মাসের মধ্যে আটটি যুদ্ধ বা সংঘাতের অবসান ঘটিয়েছেন তিনি, এমন নজির অন্য কোনও মার্কিন প্রেসিডেন্টের নেই,আজ ফের একবার এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''আমি গত আট মাসের মধ্যে আটটি যুদ্ধের সমাধান করেছি। আমার পারফরম্যান্স খারাপ না। আর একটি যুদ্ধ বাকি আছে। সেটি হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আমি মনে করি আমরা সেখানেও সফল হব। আসলে এই বিষয়টি খুবই কঠিন হয়েছে আমাদের জন্য কারণ আপনারা সকলেই জানেন যে এই দুটি দেশে এমন দুজন নেতা আছেন যাঁরা সত্যিই একে অপরকে ঘৃণা করেন।"

donald trump ukraine

এরপর তিনি বলেন,''আমি যে আটটি সংঘাতের সমাধান করেছি, তার মধ্যে পাঁচটি সংঘাত মেটাতে শুল্কের ক্ষমতা এবং বাণিজ্যের ক্ষমতা ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় না অন্য কোনও আমেরিকান প্রেসিডেন্ট একটিও সংঘাতের সমাধান করেছেন।"