New Update
/anm-bengali/media/media_files/2025/05/23/liQTgf7Bvqa4Jp0KhUNb.jpg)
নিজস্ব সংবাদদাতা : ওয়াশিংটনের ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে গুলিতে নিহত হন সারাহ মিলগ্রিম। তার সঙ্গে আরও কয়েকজন থাকলেও তারা অক্ষত রয়েছেন। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন জানিয়েছেন, নিহতদের সঙ্গে থাকা দুই তরুণী ছিলেন সারাহর বন্ধু। তারা চোখের সামনে বন্ধুর মৃত্যু দেখেছেন, যা তাদের জন্য মানসিকভাবে অত্যন্ত ভয়ানক অভিজ্ঞতা।
/anm-bengali/media/media_files/2025/05/23/1000209214-681805.jpg)
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের মানসিকভাবে সহায়তা করা হচ্ছে।
সারাহকে স্মরণ করে কোহেন বলেন, “ও যেকোনো ঘর আলো করে তুলত ওর লালচে চুল আর হাসি দিয়ে। আমার মেয়েদের খুব ভালোবাসত। সকালে ওদের জানাতে হয়েছে, সারাহ আর নেই। তখন মেয়েটা বলল, ‘মা, তুমি না দেখলে সারাহ আমাকে লুকিয়ে চকলেট দিত।’ এমনই মানুষ ছিল সারাহ।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us