/anm-bengali/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-pm-2025-09-03-21-53-43.png)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে ‘সেকেন্ডারি স্যাংশন’ বা গৌণ নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “আমরা ইতিমধ্যেই ভারতের ক্ষেত্রে তা করেছি, এবং অন্য দেশগুলোর ক্ষেত্রেও করছি।”
ট্রাম্প জানান, ভারতের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে তিনি অবগত ছিলেন এবং সেটি তিনি লক্ষ্য করেছেন। তাঁর ভাষায়, “যখন তারা যা করেছে, আমি ভেবেছিলাম অনুষ্ঠানটি খুবই চমৎকার এবং চিত্তাকর্ষক। কিন্তু আমি বুঝেছিলাম কেন তারা সেটি করছে, তারা আশা করছিল আমি দেখব—আর আমি দেখেছিলাম।”
চীন প্রসঙ্গে তিনি বলেন, “আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র চীনকে স্বাধীনতা অর্জনে অনেক সাহায্য করেছে, অথচ এর স্বীকৃতি দেওয়া হয়নি। প্রেসিডেন্ট শি গত রাতে যা বলেছেন, সেখানে আমেরিকার অবদান উল্লেখ করা উচিত ছিল।”
/anm-bengali/media/post_attachments/739e2d45-072.png)
রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, “আমরা সেকেন্ডারি স্যাংশন আরোপ করেছি, যা রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের ক্ষতি করেছে। এটিকে যদি কেউ পদক্ষেপ না বলে, তাহলে আমি এখনও ফেজ-২ বা ফেজ-৩ শুরু করিনি।”
ভারতকে উদ্দেশ করে তাঁর কড়া হুঁশিয়ারি: “দুই সপ্তাহ আগে আমি বলেছিলাম, যদি ভারত কেনে, তবে তাদের বড় সমস্যা হবে—আর সেটাই হয়েছে।”
#WATCH | Washington, DC | US President Donald Trump says, "... We have already done that (secondary sanctions) with regard to India, and we are doing it with regard to others... When they did what they did I thought it was a beautiful ceremony, it was very impressive, but I… pic.twitter.com/td3uzbH0VK
— ANI (@ANI) September 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us