/anm-bengali/media/media_files/2025/04/03/1000180670-983771.jpg)
নিজস্ব সংবাদদাতা : অবশেষে আমেরিকার শুল্ক নীতি ও বাণিজ্য যুদ্ধ নিয়ে নিজের মত জানালেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেট। বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ে তিনি বলেন, “ট্যারিফ বা শুল্ক একটা বড় ভুল। বাণিজ্য কখনো অস্ত্র হওয়া উচিত নয়। বরং সেটা যুদ্ধের কারণও হয়ে উঠতে পারে।”
/anm-bengali/media/media_files/2025/04/05/Xsm18yl9HAkUe2W0dzvW.jpg)
সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্টেও জানানো হয়েছে, ট্যারিফের কারণে ভবিষ্যতের আর্থিক অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বার্ষিক মিটিং, যেটি “Woodstock for Capitalists” নামেও পরিচিত, সেখান থেকেই বাফেটের এই মন্তব্য আসে।
/anm-bengali/media/media_files/2025/03/09/XLatqocWcOhU4UwUi6Rd.jpg)
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বড় বড় স্টক মার্কেট সূচকগুলো হঠাৎ বাড়ছে, আবার কমছে—সবই এই বাণিজ্য যুদ্ধের প্রভাবেই। এই প্রেক্ষিতে বাফেটের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us