যুদ্ধ: ফের হামলা, মৃত্যু, রক্ত

ভোভচানস্কে গোলাবর্ষণ হয়েছে। খারকিভে মৃত্যু হয়েছে। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
russia (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ সকালে রাশিয়ানরা ভোভচানস্কে গোলাবর্ষণ চালায়। এই হামলার ফলে একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ এই হামলার বিষয়ে জানিয়েছেন।

ukraine.jpg

এছাড়াও গত রাতে রাশিয়ানরা পরপর খারকিভে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। খারকিভ অঞ্চলের ওসনোভিয়ানস্কি জেলায় চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যার ফলে একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।