যুদ্ধ: ফের হামলা খেরসনে

খেরসনে ফের হামলা হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ান বাহিনী ফের খেরসনে হামলা চালিয়েছে। খেরসন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান অলেক্সান্ডার প্রোকুদিন এই বিষয়ে জানিয়েছেন। খেরসনে গোলাবর্ষণ চালিয়েছে রাশিয়ান বাহিনী। হামলার ফলে হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। খেরসনবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

add 4.jpeg

cityaddnew

স

স

;