New Update
/anm-bengali/media/media_files/wRAAVfSFDVS3b6YnsqHh.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। ইউক্রেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এরই মধ্যে এবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে স্থানীয়দের মধ্যে ভয় বৃদ্ধি পাচ্ছে। সকলকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
⚡Donetsk region air raid alert Regional Military Administration.
— FLASH (@Flash_news_ua) April 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us