BREAKING: ফের শুরু যুদ্ধ ! কম্বোডিয়ার উপর বিমান হামলা চালালো থাইল্যান্ড

ফের শুরু হল নতুন যুদ্ধ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা এবার এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। কারণ আজ বৃহস্পতিবার থাইল্যান্ড, কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে ব্যাপক মাত্রায় বিমান হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার কিছুক্ষন আগেই  থাই সরকার জানায়,''কম্বোডিয়ার অকস্মাৎ গোলাবর্ষণে দুইজন থাই নাগরিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।'' এর পরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে থাই বিমান বাহিনী এই হামলা চালায়। উল্লেখ্য,আজ বৃহস্পতিবার সকালেই থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তবর্তী হিন্দু মন্দির ''প্রাসাত তা মুয়েন থম''-এর কাছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। থাইল্যান্ডের সুরিন প্রদেশ এবং ক্যাম্বোডিয়ার ওদার মেনচে প্রদেশের মাঝে অবস্থিত এই মন্দির এলাকা দীর্ঘদিন ধরেই বিতর্কিত। থাই সেনাবাহিনীর দাবি, কম্বোডিয়া প্রথমে একটি ড্রোন পাঠায় এবং পরে গুলি চালায়। এর পর দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই ঘটনায় দুই দেশের মধ্যেকার উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

air striker1.jpg