New Update
/anm-bengali/media/media_files/H7u8IxYHhVQXbozJJGlZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: মাইকোলাইভে ভয়াবহ হামলা চালানোর ফলে উত্তেজনা এখনও বিরাজ করছে। ইউক্রেনের এই অঞ্চলে হামলার ফলে এবার বৃদ্ধি পেল মৃতের সংখ্যা। ইতিমধ্যেই মাইকোলাইভে হামলার ফলে একজনের মৃত্যুর খবর জানা যাচ্ছিল। এবার মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২ জন হয়েছে বলে জানা যাচ্ছে। ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় ধ্বংসস্তূপের নীচে থেকে অন্য একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us