আরও দুই দেশের মধ্যে যুদ্ধ!

দীর্ঘ ১ বছরের বেশি সময় কাটলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। তবে এবার উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হবে কিনা সেই বিষয়ে চিন্তা বৃদ্ধি পাচ্ছে। 

author-image
Aniket
New Update
a

নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যেই এবার চিন্তা বৃদ্ধি করছে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক। উত্তর কোরিয়া একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইতিপূর্বে। তবে এবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির মন্তব্যে যুদ্ধের ইঙ্গিত খুঁজে পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল বলেন, "উত্তরের সঙ্গে শান্তি উচ্চতর শক্তির মাধ্যমে আসবে, 'শুভেচ্ছা'র মাধ্যমে নয়"। তিনি আরও জানিয়েছেন,  উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার জবাব দেবে দক্ষিণ কোরিয়া। যেখানে মার্কিন পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন ইউন সুক ইওল।