ধ্বংসস্তুপে পরিণত জাপান! আচমকা জেগে উঠল আগ্নেয়গিরি, কাঁপছে দেশবাসী

জাপানের অদূরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
earthsss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরটা খুব খারাপভাবে শুরু হয়েছে জাপানের (Japan)। আজ ভারতীয়সময়দুপুর১২.৪০মিনিটনাগাদজাপানেরঅদূরেপশ্চিমপ্রশান্তমহাসাগরে.মাত্রারভূমিকম্পঅনুভূতহয়।যার জন্যশক্তিশালীসুনামিরআশঙ্কামধ্যজাপানসহজাপানেরবিস্তৃতঅঞ্চলে।ইতিমধ্যেসুনামিআছড়েপড়ছেজাপানে।ইশিকাওয়া, নিগাতা, টোয়ামা ও ইয়ামাগাতা এলাকার উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গোদের ওপর বিষফোঁড়া হয়েছে আগ্নেয়গিরির আচমকা বিস্ফোরণ। জানা গিয়েছে, জাপানের সুওয়ানোসজিমা দ্বীপে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছে।