সারা বিশ্বে কোনও একক শক্তির আধিপত্য চলতে পারে না ! আমেরিকাকে নিশানা করে বড় বার্তা দিলেন পুতিন

কি বললেন পুতিন ?

author-image
Debjit Biswas
New Update
trump and putin a

নিজস্ব সংবাদদাতা : আমেরিকাকে নিশানা করে এবার এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা বা “ইউনিপোলার ওয়ার্ল্ড” ধারণার অবসান দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সারা বিশ্বে আর কোনও একক শক্তির আধিপত্যে চলবে না, বরং বহুমুখী ও সমানাধিকারের ভিত্তিতে গড়ে তুলতে হবে এই পৃথিবীকে,জোর গলায় এমনই দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়ে গতকাল পুতিন বলেন,''সারা বিশ্বে শুধুমাত্র একক শক্তির আধিপত্য থাকবে এটা চলতে পারে না। বিশ্বব্যবস্থা সবসময় বহুমুখী হওয়া উচিত এবং এখানে কোনও একক শক্তির আধিপত্য বিস্তারের কোনও জায়গা থাকা উচিত নয়।'' নিজের কথার মাধ্যমে পুতিন যে আসলে আমেরিকাকে নিশানা করেছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক বিশ্লেষকদের। 

Putin