বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতি হামলা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতিদের ককটেল হামলা।

author-image
Aniket
New Update
WhatsApp Image 2025-07-13 at 10.50.02

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতিকারীরা ককটেল হামলা চালিয়েছে। এসময় বিস্ফোরণে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে ককটেল বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম। অল্পের জন্য তিনি রক্ষা পান। শনিবার রাত ১০টার দিকে একটি, এরপর রাত পৌনে ১১টায় আরও দুটি ককটেল বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতিকারী চলন্ত অবস্থায় ককটেল ছুড়ে মারে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়।


বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বোমা হামলার প্রতিবাদে রাতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।


এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না। এমন ঘটনা প্রকাশ্যে না ঘটায় কারও নাম নেয়া হচ্ছে না। তবে এটা বের করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এমনকি পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে যদি রাষ্ট্র জড়িত থাকে, তাহলে তার পরিণামও ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রবিবার দিবাগত রাতে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।