/anm-bengali/media/media_files/2024/12/07/bKdRyIGihKmMhcepPA8Y.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউনূস সরকার আসতেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চরমে পৌঁছেছে। শান্তির জন্য নোবেল পাওয়া ইউনূস শান্তি ফিরিয়ে আনতেই চরম ব্যর্থ হতে দেখা যাচ্ছে। অনেকের মতেই, বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর অত্যাচারে প্রচ্ছদ মদত রয়েছে ইউনূস সরকারেরও। এবার ইউনূস সরকারের আমলে বাংলাদেশের বিরুদ্ধে স্বৈরাচারিতার চরমে ওঠার অভিযোগ উঠল। 'ভয়েস অফ বাংলাদেশী হিন্দুস'-এর তরফে ট্যুইট করে বাংলাদেশে এবার আইনের লঙ্ঘন করার অভিযোগ আনা হল আইন রক্ষাকারীদের বিরুদ্ধেই। ট্যুইটে বলা হয়েছে, "আইনের অধীনে অন্যায় আচরণ? মাত্র ১৭ বছর বয়সী জয় নাথকে ৩ টি মামলায় মিথ্যা অভিযুক্ত করা হয়েছে, ১৯ হিসাবে দেখানো হয়েছে এবং আদালত তাকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে। আইনে স্পষ্ট বলা আছে ১৮ বছরের কম বয়সী কাউকে রিমান্ডে নেওয়া যাবে না। রাষ্ট্র কেন এমন অবিচার করে? আইন কি শুধু হিন্দুদের জন্য?" এই ট্যুইট সামনে আসতেই চমকে উঠছেন অনেকেই।
/anm-bengali/media/post_attachments/c5e51782-d1f.png)
Unjust Treatment Under the Law?
— Voice of Bangladeshi Hindus 🇧🇩 (@VHindus71) December 6, 2024
Joy Nath, only 17, has been falsely accused in 3 cases, shown as 19, and remanded for 7 days by the court. The law clearly states no one under 18 can be remanded. Why does the state commit such injustice? Is the law only for Hindus?… pic.twitter.com/mgg8n8YOIB
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us