শুল্ক ইস্যুতে উত্তেজনা - আলোচনার খোঁজে ভিয়েতনাম

যুক্তরাষ্ট্রে ভিয়েতনামি পণ্যের ওপর ৪৬% শুল্ক আরোপের পরপরই আলোচনার পথ খুঁজছে হ্যানয়। তো লাম ট্রাম্পকে চিঠি দিয়ে দিয়েছেন আলোচনার আহ্বান।

author-image
Debapriya Sarkar
New Update
Vietnam

নিজস্ব সংবাদদাতা : ভিয়েতনামের শীর্ষ নেতা তো লাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখে অনুরোধ করেছেন, যেন ভিয়েতনামি পণ্যের উপর নতুন করে আরোপিত শুল্ক অন্তত ৪৫ দিনের জন্য মুলতবি রাখা হয়। এই চিঠিটি এএফপি ও নিউ ইয়র্ক টাইমসের হাতে এসেছে বলে জানা গেছে।

Tariffs

ট্রাম্প সম্প্রতি ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ৪৬% শুল্ক আরোপ করেছেন, যা বুধবার ঘোষিত শুল্কের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। চিঠিতে তো লাম অনুরোধ করেছেন, ট্রাম্প যেন একজন প্রতিনিধি নিয়োগ করেন, যিনি ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী হো ডাক ফক-এর সঙ্গে একযোগে এই সমস্যা সমাধানে কাজ করবেন। এরপর লাম আরও জানান, তিনি মে মাসের শেষে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে আগ্রহী। শুল্কবৃদ্ধি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।