আমেরিকায় হিন্দু মন্দিরে হামলা ! তীব্র প্রতিক্রিয়া দিল বিশ্ব হিন্দু পরিষদ

কি বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ।

author-image
Debjit Biswas
New Update
BINOD BANSAL

নিজস্ব সংবাদদাতা : আজ আমেরিকায় শ্রী স্বামীনারায়ণ মন্দিরে বেশকিছু দুষ্কৃতীরা, মন্দিরের দেওয়াল জুড়ে অ্যান্টি-হিন্দু গ্রাফিতি একে, মন্দিরের দেওয়াল নষ্ট করেছে। আর এবার এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ (VHP) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। VHP-র জাতীয় মুখপাত্র বিনোদ বানসাল  বলেছেন, “কিছু উগ্রপন্থী হিন্দু বিরোধী গোষ্ঠী দেশের আত্মাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা মন্দিরে মন্দিরে আক্রমণ চালিয়ে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে চায়। তবে, তাদের এই উদ্দেশ্য সফল হবে না।”

VINOD BANSAL

এছাড়াও তিনি বলেন, “আমরা আশা করি, আমেরিকার প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে।”