১১ মাস পর প্রকাশ্যে মারিয়া কোরিনা মাচাডো ! নোবেল পুরস্কারের পর অসলোতে বিরোধী নেত্রীর আত্মপ্রকাশ

কেন এতদিন পর বিরোধী নেত্রীর আত্মপ্রকাশ ?

author-image
Debjit Biswas
New Update
nobel prize peace aa

নিজস্ব সংবাদদাতা : ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাডো (María Corina Machado) প্রায় ১১ মাস লুকিয়ে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন। নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পরেই তিনি সেখানে সমর্থকদের অভিবাদন জানান।

nobel prize peace

নিকোলাস মাদুরো সরকারের কঠোর বিরোধিতা এবং প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাঁকে নিষিদ্ধ করার কারণে মাচাডো গত ১১ মাস ধরে আত্মগোপন করে ছিলেন। তিনি শেষবার জনসমক্ষে এসেছিলেন ২০২৫ সালের ৯ জানুয়ারি, যখন কারাকাসে তিনি একটি সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য আটকও হয়েছিলেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল সতর্ক করেছিলেন যে, মাচাডো পুরস্কার গ্রহণের জন্য দেশ ছেড়ে গেলে তাঁকে 'পলাতক' বলে গণ্য করা হবে।