সরকারি চাকরি করেও চেক চুরি! ১.৯ মিলিয়ন ডলার হাতিয়ে নিলেন USPS কর্মী

উত্তর ক্যারোলিনার প্রাক্তন USPS কর্মী পিও বক্স থেকে চুরি করেন ১.৯ মিলিয়ন ডলারের চেক। ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়ে পেলেন ২৭ মাসের জেল। বিশ্বাসভঙ্গের অভিযোগও উঠেছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় প্রাক্তন এক পোস্টাল কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগে শাস্তি ঘোষণা করল ফেডারেল আদালত। পোস্ট অফিসের পিও বক্স থেকে ১.৯ মিলিয়ন ডলারের বেশি চেক চুরির অভিযোগে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে কেভিন ডি. নামে ওই প্রাক্তন কর্মীকে।

publive-image

তদন্তে উঠে এসেছে, তিনি ওই চেকগুলি সংগ্রহ করে অন্যদের অ্যাকাউন্টে জমা দিতেন এবং পরে সেখান থেকে টাকা তুলে নিতেন। শুধু জেলই নয়, কেভিনের উপর আগামী ৩ বছর নজরদারিও (supervised release) চালানো হবে।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, "এটি শুধু একটি আর্থিক অপরাধ নয়, একজন সরকারি কর্মীর দায়িত্বজ্ঞানহীনতার জ্বলন্ত উদাহরণ।"